Educational Institutions are Facing These Challenges Right Now
কিছু অতি উৎসাহিত পুলিশ কর্মকর্তার যেমন ট্রাফিক সাজেন্ট #মুছা দের মতো অসাধু লোকজন এর কারণে সরকার ও ট্রাফিক বিভাগ প্রশ্নের মুখে?? চট্টগ্রাম বন্দর কাস্টমস মোর চট্টগ্রাম এর জন্য অতি গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর সহ দুইটি ইপিজেড বিমান বন্দর পতেঙ্গা সমুদ্র সৈকতের দৈনিক হাজার হাজার গাড়ী পারাপার করে সেখানে মতো যায়গায় রাস্তার কাজ চলমান এমনিতে যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষ সহ সকল পরিবহন এর চালক সহকারী। তার উপর কাস্টমস ব্রিজ নামতে গাড়ি চেকিং এর নামে মামলা নয়তো কিছু টাকার বিনিময়ে চেড়ে দেওয়া। এ কেমন আইনের শাসন??? চালকের গায়ে হাত তোলা সহ ফিঙ্গার স্লিপ দিয়ে হয়রানি করা। অনৈতিক সুবিধার জন্য লাইসেন্স দেখাতে ব্যর্থ বলে মামলা দেওয়া হচ্ছে। এতো যানযট ও জন কোলাহল এর মতো যায়গায় ৬০ পুট লম্বা গাড়ি থামিয়ে চেকিং এর নামে ভিন্ন বিষয় চালাক কে হয়রানি করা। যানযট নিরষন করা না ঠান্ডামাথায় চালক থেকে অনৈতিক টাকার সুবিধা নেওয়া।। লোভী পুলিশ নিপাক হোক ভালো মানুষ শূন্য জায়গায় আসুক এইটাই আমাদের চাওয়া।।প্রতিবাদে সোচ্চার হয়েছেন মাঠে। সভাপতি /সেলিম খান #সাধারন সম্পাদক /আবুল খায়ের # যুগ্ম সম্পাদক /হাসান মাহমুদ #সাংগঠনিক সম্পাদক /আরিফ
Very nicely written.